Bangladesh University of Engineering and Technology(BUET)

লগইন এবং মেম্বারশিপ অ্যাপ্লিকেশন এর ধাপসমূহ
ধাপ ১
আপনার যদি ইতিমধ্যে এই সিস্টেমে একাউন্ট থেকে থাকে তাহলে ইউজারনেম এবং পাসোয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন

ধাপ ২
আপনি যদি ইতিমধ্যে অ্যালামনাই মেম্বার হয়ে থাকেন কিন্তু এই সিস্টেমে একাউন্ট না থেকে থাকে তাহলে 'Already Alumni Member' এ ক্লিক করে আপনার মেম্বারশিপ নাম্বার দিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করে সিস্টেমে লগ ইন করতে পারবেন। কিন্তু যদি আপনার মেমবারশিপ নাম্বারটি ভুলে যান তাহলে 'Forget Membership Number' এ ক্লিক করে আপনি অ্যালামনাই মেম্বার হবার জন্য যে ইমেইল টি ব্যবহার করেছিলেন সেটি দিন,আপনার মেম্বারশিপ নাম্বার টি ইমেইলে পাঠিয়ে দেয়া হবে।

ধাপ ৩
আপনি এখনও অ্যালামনাই মেম্বার না হয়ে থাকেন তাহলে 'Apply For Membership Account' এ ক্লিক করে যথাযথ ভাবে ফরম পূরণ করুন।

ধাপ ৪

ফরমটি যথাযথভাবে পূরণ করে 'Submit' বাটনে ক্লিক করলে আপনার লেনদেনের সারাংশ দেখতে পারবেন এবং 'Continue To Payment' এ ক্লিক করার মাধ্যমে আপনি SSLCOMMERZ পেমেন্ট গেটওয়ে তে প্রবেশ করবেন । সেখানে থেকে আপনি আপনার বিকাশ, রকেট অথবা যে কোনো ধরনের ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনি আপনার লেনদেন সম্পন্ন করুন যা বুয়েট অ্যালামনাই অরগানাইজেশন এর ব্যাঙ্ক খাত এ জমা হবে।
ধাপ ৫

লেনদেন সফল্ভাবে সম্পন্ন হবার পরে, আপনার মেম্বারশিপ নাম্বার টি আপনার ইমেল নাম্বার এ পাঠিয়ে দেয়া হবে। পরবর্তী রেফারেন্স হিসেবে এটি সংরক্ষন করুন।
অনলাইন রি-ইউনিয়ন রেজিস্ট্রেশন এর ধাপসমূহ
ধাপ ১
ডান পাশের 'Reunion 2020 Registration' -এ Click করুন এবং ফরম পূরন করুন
ধাপ ২

ফরম এর সকল স্টার (

*

) চিহ্নিত ফিল্ডগুলি বাধ্যতামূলক
ধাপ ৩

আপনি ইতিমধ্যে অ্যালামনাই মেম্বার হয়ে থাকলে আপনার মেম্বারশিপ নাম্বারটি দিন, যদি ভুলে যান তাহলে 'Forget Membership Number' মেনু ক্লিক করে, আপনি অ্যালামনাই মেম্বার হবার জন্য যে ইমেইল টি ব্যবহার করেছিলেন সেটি দিন,আপনার মেম্বারশিপ নাম্বার টি ইমেইলে পাঠিয়ে দেয়া হবে।
ধাপ ৪

আপনার সঠিক মেম্বারশিপ নাম্বারটি দিয়ে ফরমটি যথাযথ ভাবে পূরন করুন।
ধাপ ৫

আপনি যদি এখনো মেম্বার না হয়ে থাকেন তাহলে 'Membership' ফিল্ড এর 'Non Member' অপশনটি সিলেক্ট করে ফরম টি যথাযথ ভাবে পূরন করুন
ধাপ ৬

এরপর 'লগইন এবং মেমবারশিপ অ্যাপ্লিকেশন এর ধাপসমূহ' এর ধাপ ৪ অনুসরন করুন।
ধাপ ৭

লেনদেন সফল্ভাবে সম্পন্ন হবার পরে, আপনি আপনার রেজিস্ট্রেশন ফরম ও মানি রিসিপ্ট সহ একটি পেইজ দেখতে পারবেন।
ধাপ ৮

রেজিস্ট্রেশন ফরম ও মানি রিসিপ্ট ডাউনলোড করার সময় ফাইল সেইভ এর অপশন আসলে ফাইল এর নাম এর শেষ এ .png লিখে ইমেইজ ফরমেট এ সেইভ করুন ও ইমেজ টি প্রিন্ট করে ভবিষ্যৎ রেফারেন্স হিসেবে সংরক্ষণ করুন।